এইড ফাউন্ডেশন বাস্তবায়িত (PSAP) শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

৩১ জ্যৈষ্ঠ ১৪২৬ বঙ্গাব্দে (১৪ জুন ২০১৯ খ্রিস্টাব্দ) Asia Arsenic Network (AAN), Japan এর প্রতিনিধি জনাব Tamiko Ishiyama এইড ফাউন্ডেশন বাস্তবায়িত ‘Promotion of sustainable Agriculture Practice (PSAP) with less irrigation water-Aim for the fundamental solution of arsenic pollution’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালীন সময়ে ঝিনাইদহ সদর উপজেলার গান্না ইউনিয়নের বাঁশিপাড়া গ্রামে কৃষকেরা কিভাবে ভূ-গর্ভস্থ পানির ব্যবহার কমিয়ে চাষাবাদ করা হচ্ছে তা সরাসরি মাঠে গিয়ে পর্যবেক্ষণ করেন এবং অত্র গ্রামে স্থাপিত ইরিগেশন পাম্পের বর্তমান অবস্থা সম্পর্কে কৃষকদের সাথে সভা করেন। জাপানী নাগরিকসহ সকলেই কৃষকদের আন্তরিক আতিথেয়তার মুগ্ধ হন।

উক্ত পরিদর্শনকালীন সময়ে উপস্থিত ছিলেন Asia Arsenic Network (AAN) এর প্রতিনিধি জনাব শামীম উদ্দিন, এইড ফাউন্ডেশন এর সহকারী পরিচালক (উন্নয়ন) জনাব দোয়া বখ্স শেখ। সার্বিক সহায়তায় ছিলেন এইড PSAP প্রকল্প টিম।