Recents Activities
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে কর আরোপ করার দাবীতে” অবস্থান কর্মসূচি
বাংলাদেশ তামাক বিরোধী জোট ও এইড ফাউন্ডেশন-এর উদ্যোগে আজ ৩০ এপ্রিল ২০১৯ সকাল সাড়ে ৯.৩০ টায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ এর সামনে “মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়ন ও এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষে তামাকজাত দ্রব্যের উপর উচ্চহারে কর আরোপ করার দাবীতে” অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, ২০১৬ সালে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন’ শীর্ষক সাউথ এশিয়ান স্পিকার’স সামিট এর সমাপনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ থেকে তামাকের ব্যবহার সম্পূর্ণ নির্মূল করার ঘোষণা দিয়েছেন। এই লক্ষ্য অর্জনে মাননীয় প্রধানমন্ত্রী তামাকের উপর বর্তমান শুল্ক-কাঠামো সহজ করে একটি শক্তিশালী তামাক শুল্ক-নীতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন যাতে এখাতে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি তামাকপণ্যের ব্যবহার হ্রাস পায়।
তামাক নিয়ন্ত্রণে তামাকজাত দ্রব্যের উপর কর বৃদ্ধি একটি অন্যতম কার্যকর পন্থা। মাথাপিছু আয়বৃদ্ধি ও মুদ্রাস্ফীতিকে বিবেচনা করে তামাক পণ্যকে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে নিয়ে যাওয়ার জন্য যে হারে তামাক কর আরোপ করা প্রয়োজন, জটিল কাঠামোর কারণে তা কার্যকরভাবে প্রয়োগ করা যাচ্ছে না।
বাংলাদেশে তামাকজনিত রোগ ও অকাল মৃত্যুর কারণে প্রতিবছর ৩০ হাজার ৫৭০ কোটি টাকা অর্থনৈতিক ক্ষতি হয় (২০১৭-১৮ অর্থবছরে জিডিপি এর ১.৪ শতাংশ) তামাকের কারণে সৃষ্ট এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি পেতে প্রয়োজন তামাক নিয়ন্ত্রণে কার্যকর উদ্যোগ গ্রহণ।
এমতাবস্থায়, জনস্বাস্থ্য, পরিবেশ ও অর্থনীতির উপর তামাকের নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করে প্রধানমন্ত্রীর ঘোষণা-“২০৪০ সাল নাগাদ তামাকমুক্ত বাংলাদেশ” গড়ে তোলার প্রত্যয় বাস্তবায়নে অবিলম্বে একটি সহজ ও কার্যকর তামাক শুল্কনীতি প্রণয়ন জরুরী। সেই সাথে মাথাপিছু আয়বৃদ্ধি ও মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে প্রতিবছর তামাক পণ্যের প্রকৃত মূল্য বৃদ্ধি ও উচ্চ হারে করারোপ করা।
কর্মসূচিতে এইড ফাইন্ডেশন, বাংলাদেশ তামাক বিরোধী, টোব্যাকো কন্ট্রোল এন্ড রিসার্চ সেলসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।