তামাক নিয়ন্ত্রণ আইনভঙ্গ করে জাপান টোব্যাকোর ব্যাপক প্রচার-প্রচারণা এবং বিজ্ঞাপনের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণে স্মারকলিপি প্রদান

তামাক ব্যবহারের কারণে প্রতিবছর বাংলাদেশে প্রায় ১ লক্ষ ২৬ হাজার মানুষ মারা যায় এবং ৩০ হাজার কোটি টাকা চিকিৎসা খাতে ব্যয় হয়। এই ক্ষতি হতে জাতিকে রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী আগামী ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে জাপান টোব্যাকো নামক একটি তামাক কোম্পানি তরুণদের আকৃষ্ট করতে বিদ্যমান তামাক নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে ব্যাপক প্রচার-প্রচারণা ও বিজ্ঞাপন করে যাচ্ছে। যা রাষ্ট্রের আইনের প্রতি অশ্রদ্ধার পাশাপাশি সরকারের মহৎ উদ্দেশ্যকে ব্যহত করার সুস্পষ্ট অপচেষ্টা।

তামাক নিয়ন্ত্রণ আইনভঙ্গ করে জাপান টোব্যাকোর ব্যাপক প্রচার-প্রচারণা এবং বিজ্ঞাপনের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণে গত ৩০ মে ২০১৯ খ্রিস্টাব্দ সকাল ১০.০০ টায় এইড ফাউন্ডেশন, পদ্মা, তাবিনাজ, তামাক বিরোধী জোট ও একতা উন্নয়ন সংগঠন ঝিনাইদহ এর উদ্যোগে ঝিনাইদহ জেলা প্রশাসনকে “স্মারকলিপি প্রদান” করা হয়। উল্লেখ্য যে এইড ফাউন্ডেশন খুলনা বিভাগের ৬ টি জেলা যথা, ঝিনাইদহ, যশোর, খুলনা, বাগেরহাট, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলা প্রশাসনকে একই সংগে এই স্মারকলিপি প্রদানে তামাক নিয়ন্ত্রণ সংগঠন সমূহকে সংগঠিত করে।