Recents Activities
বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক এর উপস্থিতিতে ঝিনাইদহে কর্মরত ২৬ টি সহযোগী সংস্থার প্রধানদের সাথে এক মতবিনিময়
১৭ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ (৩০ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ) দুপুর ২.৩০ মিনিটে এইড কমপ্লেক্স, ঝিনাইদহ, হলরুমে এইড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জনাব তারিকুল ইসলাম পলাশ এর সভাপতিত্বে ও বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক (সাবেক যুগ্ম সচিব) জনাব মোঃ সদর আলী বিশ্বাস এর উপস্থিতিতে ঝিনাইদহে কর্মরত ২৬ টি সহযোগী সংস্থার প্রধানদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপস্থিত সকল সহযোগী সংস্থার প্রধানগণ স্ব স্ব সংস্থার বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সাথে কর্মকান্ড শুরু থেকে বর্তমান পর্যন্ত কর্মকান্ডের চিত্র তুলে ধরে সুবিধা-অসুবিধার বিষয় গুলো উপস্থাপন করেন। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর ব্যবস্থাপনা পরিচালক মহোদয় উপস্থিত সকলকে ভবিষ্যতে আরো বৃহত্তর পরিসরে সুষ্ঠু ও সুন্দর ভাবে কর্মকান্ড বাস্তবায়নের জন্য আহবান জানান। পরিশেষে পরিবেশ বান্ধব বৃক্ষ রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সফল সমাপ্তি হয়।