প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনেএইড ফাউন্ডেশন, মোহনা সাংস্কৃতিক একাডেমী, সূর্যসেনা পাঠাগার, এহতেশামুল হক শিক্ষা সহায়ক তহবিল

“আজ পুরাতন যা কিছু দাও হো ঘুঁচিয়ে
মলিন যা কিছু ফেলোগো মুছিয়ে”
*********************************************************
আবহমানকাল ধরে বাঙালী সংস্কৃতিতে ‘নববর্ষ’ অতি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। শেকড়ের সন্ধানে বাঙালির গর্বিত ইতিহাস বিকাশে এইড বদ্ধপরিকর। তাইতো প্রতিবারের ন্যায় এবারো প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদযাপনেএইড ফাউন্ডেশন, মোহনা সাংস্কৃতিক একাডেমী, সূর্যসেনা পাঠাগার, এহতেশামুল হক শিক্ষা সহায়ক তহবিল যৌথভাবে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। জলপানের মাধ্যমে দিনের শুভ সূচনা হয়, শিশুরা একে অপরের মুখে নানা রঙের আলপনা এঁকে দেয়। বিশাল আকৃতির জাতীয় পাখি দোয়েল, জাতীয় ফল কাঁঠাল, জাতীয় মাছ ইলিশ, জাতীয় পশু বাঘ এবং জাতীয় ফুল শাপলা প্রতীক দেখে সকলে উদ্বেলিত হয়।

যেমন খুশি তেমন সাজ, রঙ্গিন ফেস্টুন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নানা সরঞ্জামসহ আনন্দ উচ্ছ্বাস নিয়ে সকলে আনন্দ শোভাযাত্রায় অংশগ্রহণ করে। সকল অংশগ্রহণকারী একমনে কামনা করেন “এসো কায়মনো বাক্যে বাঙালী হই”। ধারাবাহিকতা অক্ষুন্ন রেখে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোভাযাত্রায় এবারও এইড ফাউন্ডেশন সকল অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে এবং সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মোহনা সাংস্কৃতিক একাডেমি প্রথম স্থান অধিকার করে।

ঐতিহ্যবাহী মাটির থালায় পান্তা-কাতল, ভর্তা, মুড়ো ঘণ্ট, কাঁচা মরিচ, পেয়াজের স্বাদে ভোজন রসিকগণ গ্রামীণ জনপদের স্মৃতি মন্থন করেন।