জাতীয় আইনগত সহায়তা দিবস-২০১৯ উদযাপন

‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’

১৫ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ (২৮ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দ) জাতীয় আইনগত সহায়তা দিবস। সকল নাগরিকের আইনের আশ্রয়লাভের অধিকারকে অন্যতম মৌলিক অধিকার হিসেবে বাংলাদেশের সংবিধানে স্বীকৃতি থাকলেও অস্বচ্ছলতা ও অজ্ঞতার কারণে গরীব দুঃখী ও সহায় সম্বলহীন জনগণ অনেক ক্ষেত্রে ‘আইনের সমান আশ্রয়লাভের সুযোগ’ থেকে বঞ্চিত হয়। জনগণের মৌলিক এই সহায়তা নিশ্চিত করতে ঝিনাইদহ জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে এইড ফাউন্ডেশন এর লিগ্যাল এইড সেল ও সংস্থা বাস্তবায়িত এইড সিজিবিভি প্রকল্প অংশগ্রহণ করে। শোভাযাত্রা ও স্বেচ্ছায় রক্তদান শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় জেলা ও দায়রা জজ, জেলা প্রশাসকসহ সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ বক্তব্য রাখেন। বক্তাগণ বলেন, আইনি সেবা জনগণের দ্বারে পৌঁছাতে হবে, সামাজিক সচেতনতা এবং আইনের প্রতি যথাযথ শ্রদ্ধাবোধ সৃষ্টি করতে পারলে সকল নাগরিকের সমান আইনি সুযোগ পাপ্তির ক্ষেত্র তৈরী করা সম্ভব।