মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০১৯ উদযাপনে প্রতি বছরের ন্যায় এবারও ‘এইড ফাউন্ডেশন’ কর্মসূচি গ্রহণ করে। লাখো শহীদ স্মরণে বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য সংস্থার কর্মীরা লাল সবুজ রংয়ের পোষাক পরিধান করে শ্রদ্ধা-ভালবাসা আর পরম মমতায় সকাল ৬.৩০ মিনিটে শোভাযাত্রাসহ মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ, ঝিনাইদহে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সকাল ৭.০০ টায় এইড কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলনের সাথে সাথে সমস্বরে জাতীয় সঙ্গীতের পর কমপ্লেক্স অভ্যন্তরে স্থাপিত শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্প স্তবক অর্পণ করে। মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে চলমান সংগ্রামকে এগিয়ে নিতে সংস্থার কর্মীরা অঙ্গীকারাবদ্ধ। এইড ফাউন্ডেশন বিশ্বাস করে প্রতি বছর শুধু নির্দিষ্ট দিনে নয় প্রতিদিন দেশাত্ববোধকে জাগ্রত করতে হবে সকলের মনে প্রাণে।

দিবসটির তাৎপর্য, গুরুত্ব ও মহিমা আরো বিকশিত করতে ঝিনাইদহ শহরের অদূরে অবস্থিত এইড মিশ্র খামার বাড়ী, পোড়াহাটিতে সকাল ৭.৩০ টায় সংস্থার কর্মী ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে সাঁতার প্রতিযোগিতা ও মৎস্য শিকারের আয়োজন করা হয়। প্রতিযোগী বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ছোলা হোড়ার মধ্য দিয়ে সকাল ৯.৩০ টায় কর্মসূচির সমাপ্তি ঘটে।