দোয়া ও ইফতার মাহ্ফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে এইড ফাউন্ডেশন, সূর্যসেনা পাঠাগার, এহতেশামুল শিক্ষা সহায়ক তহবিল এবং প্রতিবন্ধী কল্যাণ তহবিল এর যৌথ উদ্যোগে এইড কমপ্লেক্স এ অদ্য ১৩ রমজান ১৪৪০ হিজরী (১৯ মে ২০১৯ খ্রিস্টাব্দ) রবিবার দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে সার্বিক কল্যানার্থে ঝিনাইদহের কলাবাগান হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন খতম করেন। দেশ-জাতি ও মানব কল্যাণে দুই হাত তুলে উপস্থিত রোজাদারগণ মহান রাব্বুল আলামিন এর দরবারে ফরিয়াদ করেন। ইফতার শেষে এতিম শিশুদের সাথে রাতের খাবারে আগ্রহীগণ অংশগ্রহণ করেন।