পবিত্র মাহে রমজান উপলক্ষে এইড ফাউন্ডেশন এর ঢাকা অফিস এ আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন

পবিত্র মাহে রমজান উপলক্ষে এইড ফাউন্ডেশন এর ঢাকা অফিস এ অদ্য ১৯ রমজান ১৪৪০ হিজরী (২৬ মে ২০১৯ খ্রিস্টাব্দ) শনিবার আলোচনা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। উক্ত দোয়া ও ইফতার মাহফিলের পূর্বে , সংযম কি, কেন এবং এর প্রেক্ষাপট বিষয়ে সম্মানীয় উপস্থিতিরা মূল্যবান আলোচনা করেন যার সারাংশ হলো, রোজা/সিয়াম/সংযম মানে একটা নির্দিষ্ট সময় পানাহার থেকে বিরত থাকা । কিন্তু এই সংযমটা কিন্তু প্রতীকী । আসল সংযম নিজের জীবনাচরণ এর মধ্যে নিহিত যা নিজেকে সংযত ও বিরত রাখা । যেমনঃ বিভিন্ন প্রকার পার্থিব /অপার্থিব লোভ থেকে নিজেকে সংযত করা, কামনার বাসনা থেকে নিজেকে বিরত রাখা, অসংযত আচরন থেকে নিজেকে বিরিত রাখা, হিংসা_অহংকার_গীবত ও ফিতনা থেকে নিজেকে বিরত রাখা। দোয়া ও আলোচনায় অংশগ্রহণ করেন এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব আমিনুল ইসলাম বকুল, প্রশানিক সমন্বয়ক জনাব রবিউল ইসলাম, প্রকল্প কর্মকর্তা আবু নাসের অনিক, কাজী হাসিবুল হক সহ এইড ঢাকা অফিসার সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।