Recents Activities
বাল্য বিবাহের শিকার হতে মুক্ত হয়ে উচ্চ শিক্ষা গ্রহণে আগ্রহী ফারজানা
মোছাঃ ফারজানা খাতুন, বয়স: ১৪, বর্তমানে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নের কনেজপুর গ্রামের রজব আলী মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। এইড সিজিবিভি প্রকল্পের কুমড়াবাড়িয়া ইউনিয়নের কিশোর কিশোরী দলের সদস্য নুপুর এর সহপাঠী হিসেবে বিগত ২৩ এপ্রিল ২০১৯ খ্রিস্টাব্দে প্রকল্প কার্যালয়ে আসে এবং প্রকল্পের কর্মীদের অবগত করে তার পিতা গত চার বছর ধরে অনত্র্য বসবাস করছে এবং তাদের ভরণপোষণ প্রদান করছেন না।
অভাবের তাড়নায় তার মা তার বিবাহ ঠিক করে এক প্রবাসী ছেলের সাথে, কিন্তু সে নিজে লেখা পড়া করে সাবলম্বী হতে চায়। এখন সে বিয়ে করতে চায় না। ফারজানা লেখা-পড়া করতে চায়। এহ্তেশামুল হক শিক্ষা সহায়ক তহবিল (এইড এর একটি উদ্যোগ) তাকে সহযোগিতার ইচ্ছা পোষণ করলে ২১ বৈশাখ ১৪২৬ বঙ্গাব্দ (০৪ মে ২০১৯ খ্রিস্টাব্দ) এহ্তেশামুল হক শিক্ষা সহায়ক তহবিলের পক্ষ থেকে ফারজানাকে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এইড এর এক কর্মী তার পড়ালেখার খরচ বহন করার (স্পন্সর) দায়িত্ব নিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন এইড ফাউন্ডেশন এর কর্মীবৃন্দ।
এইড সিজিবিভি প্রকল্প এবং এহ্তেশামুল হক শিক্ষা সহায়ক তহবিলের পক্ষ থেকে ফারজানার সফল শিক্ষা জীবন কামনা করা হয়।